Wellcome to National Portal
Main Comtent Skiped

সেবা গ্রহনের জন্য সাধারণ তথ্য

“পৌরসভার সকল প্রকার সেবা গ্রহনে নিয়মিত পৌর কর বা হোল্ডিং ট্যাক্স, পানির বিল পরিশোধ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল”

# নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র গ্রহনের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র বা ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ পত্র এর কপি সঙ্গে আনতে হবে ও আবেদন দাখিল করতে হবে।

# ওয়ারেশ সনদপত্র গ্রহনের পূর্বে সঠিক ভাবে ওয়ারেশগণের নাম সহ ফারায়েজ ও আবেদন দাখিল করতে হবে।

# ট্রেড লাইসেন্স গ্রহনের পূর্বে দোকানের চুক্তি পত্র, নিজ জাতীয় পরিচয় পত্র ফটোকপি সত্যায়িত সহ মোবাইল ফোন নং উল্লেখ পূর্বক আবেদন দাখিল করতে হবে।